ক্যামিও চরিত্রে আমির খান, হিন্দি ছবির বৃত্তে পা কৌশিক গঙ্গোপাধ্যায়ের, দেখুন ফিল্মস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 04:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দি ছবির বৃত্তে পা রাখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 'মনোহর পাণ্ডে'-র শুটিং শুরু হয়ে গেল। একার কৌশিকের সামনে এক নতুন চ্যালেঞ্জ। প্রকাশ্যে এল ব্রাত্য বসুর ছবি ডিকশনারির ট্রেলার। মিতালি রাজের বায়োপিকের প্রস্তুতি শুরু করলেন তাপসী পান্নু। 'মে ডে'-এর শুটিংয়ে যোগ দিলেন বিগ বি। এবার 'ডান্স নম্বর'-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নিন ফিল্মি ফটাফটে। দেখুন সোহম-প্রিয়াঙ্কা জুটির নতুন ছবি 'হ্যারি'-র শুটিংয়ের ছবি।