Film Star: অযোগ্য মুক্তির আগে ছবিটির টাইটেল ট্র্যাকের রক ভার্সন নিয়ে হাজির রূপম ইসলাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: অযোগ্য মুক্তির আগে ছবিটির টাইটেল ট্র্যাকের রক ভার্সন নিয়ে হাজির হলেন রূপম ইসলাম। মির্জাপুর থ্রি-র মুক্তির তারিখ না জানিয়ে দাদ্দা ত্যাগি, লালা, রাধিয়া হেঁয়ালি করছে কেন? কাদের সঙ্গে ইয়টে পার্টি করতে গেলেন প্রিয়ঙ্কা চোপড়া? দুটি হত্যাকাণ্ডকে ঘিরে এবার কি ষড়যন্ত্রের শিকার হবেন গোলাম মামুন? বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোতে চোখ রাখা যাক শুরুতেই।
অন্য়দিকে গ্যাংস্টার অনুরাগের সঙ্গে এবার সম্মুখ সমরে পুলিশ অফিসার গুলশন দেবাইয়া? বুরারিকাণ্ডের প্রেক্ষাপটে আসছে নতুন সিরিজ? পঞ্চায়েত অফিসে স্পেশাল চা বানানো শেখাচ্ছেন সচিবজি অভিষেক ত্রিপাঠী? ওটিটি দুনিয়ায় কোথায় কী হচ্ছে, তাতেও তো চোখ রাখেতেই হবে।
একাই আটজনের বিরুদ্ধে লড়ছেন টাইগার শ্রফ। ওদিকে শেহনাজ গিল কার্টুনিস্টকে দিয়ে আঁকাচ্ছেন ক্যারিকেচার। ১৬ বছর বাদে একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ব্র্যাড পিট আর জর্জ ক্লুনি। দেখুন।