Filmstar: সেঞ্চুরি করল ‘টনিক', ২৯ এপ্রিল মুক্তির অপেক্ষায় দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেঞ্চুরি করল ‘টনিক।’ বড়পর্দায় ১০০ দিনের সফরের নজির গড়ে ফেলল দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবিটি।
২৯ এপ্রিল মুক্তির অপেক্ষায় দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’। তার আগে প্রকাশ্যে এল কিশমিশের শ্যুটিং ডায়েরি। দার্জিলিংয়ে ছবিটির শ্যুটিংয়ের ভিডিও শেয়ার করলেন দেব।
একেই বলে একেন বাবুর গান। বড়পর্দায় মুক্তির আগে প্রকাশ্যে এল ‘দ্য একেন’-এর টাইটেল ট্র্যাক। গোধূলি শর্মার লেখা এই গানটিতে সুর দিয়েছেন অম্লান চক্রবর্তী। গানটি গেয়েছেন সিধু।
লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনাতে গ্র্যামি ২০২২-এর অনুষ্ঠানে ছেলে আমিনকে নিয়ে উপস্থিত রইলেন এ আর রহমান। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা রেকর্ডের জন্য সম্মানিত হলেন সিল্ক সোনিকের জুটি ব্রুনো মার্স এবং অ্যান্ডারসন প্যাক। ‘লিভ দ্য ডোর ওপেন’ গানটির জন্য এই সম্মান পেলেন তাঁরা। বেস্ট নিউ এজ অ্যালবাম ডিভাইন টাইডস-এর জন্য দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন ভারতীয় বংশোদ্ভূত সুরকার রিকি কেজ। তাঁর সঙ্গেই এই সম্মান জিতলেন স্টিওয়ার্ড কোপিল্যান্ড। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।