ফিল্মস্টার: এবার অনলাইনে ‘শকুন্তলা দেবী’, অঙ্কুশ, অনির্বাণ, পরমব্রত অভিনীত ‘কেস জন্ডিস’ আজ থেকেই হইচইয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2020 03:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’-র প্রদর্শিত পথেই হাঁটল বিদ্যা বালান-যিশু সেনগুপ্ত অভিনীত ‘শকুন্তলা দেবী’। আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেতে চলেছে ছবিটি। মানব কম্পিউটার হিসেবে খ্যাত শকুন্তলা দেবীর জীবন নির্ভর এই ছবিতে রয়েছেন সান্য মালহোত্র, অমিত সাধও। ৮ মে ছবিটির সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল। লকডাউনের জেরে তা সম্ভব হয়নি। আমাজন প্রাইম ভিডিওয় কবে থেকে ছবি দেখা যাবে তা এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এদিকে ইতিমধ্যেই ছবির ডিজিটাল রিলিজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মাল্টিপ্লেক্স চেন আইনক্স। প্রযোজকদের সিনেমাহল খোলার জন্য অপেক্ষা করার আবেদন জানানো হয়েছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র পক্ষ থেকেও। বিজ্ঞপ্তি জারি করে Producers Guild of India-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতি এবং সিনেমার ভবিষ্যতের কথা মাথায় রেখেই ডিজিটাল রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমাহল খুললে ডিস্ট্রিবিউটের সঙ্গে মিলে দর্শকদের হলে আনার সমস্ত ব্যবস্থা করা হবে।