Ghanta Khanek Sange Suman (৩১.১০.২০২৪): রামায়ণ-মহাভারতের প্রাগজ্যোতিষপুর থেকে আজকের কামরূপ কামাখ্যা।পুণ্যভূমির নানা অজানা কাহিনি | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: বিপুলা ব্রহ্মপুত্রের বাঁক পেরিয়ে নীলাচল পাহাড়ের হাতছানি । রামায়ণ-মহাভারতের প্রাগজ্যোতিষপুর থেকে আজকের কামরূপ কামাখ্যা । অপার রহস্যে মোড়া মন্দিরগর্ভে এবিপি আনন্দ । পুণ্যভূমির নানা অজানা কাহিনি
আরও খবর..
কালীপুজোর দিন তারা মাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি পঞ্চব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি। মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে তারাপীঠ সিদ্ধপীঠ হিসেবেও পরিচিত।