ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.১২.২৫)পর্ব১:CPM-র পর শুভেন্দুর অডিও টেপে বড়সড় প্রশ্নের মুখে SIR প্রক্রিয়া
Ghanta Khanek Sange Suman: কোথাও ফিরছে পূরণ করা সব ফর্ম! কোথাও মৃতকে রাখার মরিয়া চেষ্টার অভিযোগ । CPM-এর পর শুভেন্দুর অডিও টেপে বড়সড় প্রশ্নের মুখে SIR প্রক্রিয়া । ২২০৮ বুথে ১০০% ফর্ম জমার ম্যাজিকের ম্যাজিশিয়ান কে? তোলপাড় রাজ্য । তালিকা যাচাইয়ে ৭ দিনে ৭ দফা দাওয়াই, তাতেও সফল হবে কমিশনের স্পেশাল টিম? বাংলাদেশ ফিরতে বাংলার সীমান্তে ভিড় ভিনরাজ্যে থাকা অনুপ্রবেশকারীরাও! বাংলাদেশ থেকে নিউটাউন, আধার কার্ড বানিয়ে হাওড়ায় কাজ! স্বরূপনগর সীমান্তে খোঁজ মিলল আরেক বাংলাদেশির।
মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার মরিয়া চেষ্টা হচ্ছে। এই কাজে লাগানো হচ্ছে অফিসারদের একাংশকে। সিপিএমের পর আরেকটা বিস্ফোরক অডিও টেপ সামনে এনে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। যার জেরে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল SIR প্রক্রিয়াটাই।শুভেন্দুর অডিও টেপ জমা হওয়ার পর রিপোর্ট তলব করেছে কমিশন।)
সিপিএমের শমীক লাহিড়ির পর বিজেপির শুভেনদু অধিকারী। ২৪ ঘণ্টার মধ্য়ে X হ্যান্ডেলে অডিও ক্লিপ পোস্ট করে, এবার শুভেনদু অধিকারীও অভিযোগ তুললেন, মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। বিরোধী দলনেতার দাবি, এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর এক BLO-র। যিনি ফলতার BDO ও ARO-র নামে চাঞ্চল্য়কর অভিযোগ করছেন। সোশাল মিডিয়ায় শুভেনদু অধিকারী লিখেছেন, SIR-এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন। তাই তার প্রশাসনকে দিয়ে মৃত ভোটারদেরনাম যাতে কাটা না যায়, আর ভোটের সময় তার শান্তির বাহিনী-কে দিয়ে ঐ ভোটগুলি যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনা করছেন। পাল্টা এনিয়ে জবাব দিয়েছে তৃণমূলও।