Ghanta Khanek Sange Suman (২৬.০৯.২০২৪) পর্ব ১: পুজোর কলকাতায় ধর্মতলা-বউবাজারে ৫ জনের বেশি জমায়েত নয় ! লালবাজারের সার্কুলারে বিতর্কের ঝড় | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: পুজোর কলকাতায় ধর্মতলা-বউবাজারে ৫ জনের বেশি জমায়েত নয়! নাগরিক প্রতিবাদ রুখতে মরিয়া পুলিশ? লালবাজারের সার্কুলারে বিতর্কের ঝড়। কড়াকড়ির বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা। "দুর্গাপুজোয় মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে গল্প করাও কি নিষিদ্ধ?" প্রশ্ন মামলাকারীর। না ধন্যধান্য, না নজরুল মঞ্চ, সভার জন্য কোনও সরকারি হলই পেলেন না জুনিয়র ডাক্তাররা। "থ্রেট কালচারের একটা অভিযোগ সত্যি হলেও সেটা অত্যন্ত গুরুতর," বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাসায়নিক কেনাতেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি চলেছে সেই আর জি করেই। উঠল মারাত্মক অভিযোগ, বিভাগীয় প্রধানের চিঠি ঘিরে তোলপাড়।
আরও খবর...
প্রায় দু'বছর জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরেছেন। বাড়ি ফেরা ইস্তক শারীরিক অসুস্থতার কথা বার বার করে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতেই দেখা যাবে তাঁকে?সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তাই দিলেন। কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। (Anubrata Mondal)
জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, "বিধায়ক, সাংসদ, সভাধিপতি, যে যেখানে আছেন, একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালীপুজোর পর ব্লকে ব্লকে যাব। মিটিং করব। কেউ যেন অশান্তি না করে। সবাই যেন ভাল থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু গুঁজে দিল (টাকার দিকে ইঙ্গিত), দু'টো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না।"