ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.৮.২৫) পর্ব ১:CBI-র পর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ
Ghanta Khanek Sange Suman: CBI-এর পর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। আগের তল্লাশির পুনরাবৃত্তি, এবার নর্দমায় মিলল তৃণমূল বিধায়কের মোবাইল! SSC দুর্নীতিকাণ্ডে বীরভূমে বিধায়কের কাউন্সিলর-পিসির বাড়িতেও রেড। ‘ভোট আসতেই বিজেপির শরিকের ভূমিকায় ED’, সুর চড়াল তৃণমূল। ‘জেল থেকেই সরকার চালাতে চায় বিরোধীরা’, বিল নিয়ে ফের আক্রমণে অমিত শাহ। ‘CBI-কে তদন্তভার দিলে গ্যালারি শো হয়ে যাবে’, খেজুরিকাণ্ডে বলল হাইকোর্ট । ‘হিসেব না দিলে বন্ধ হোক সেই পুজো কমিটির অনুদান’, পর্যবেক্ষণ হাইকোর্টের। সাংসদ VS বিধায়ক, মতুয়া ঠাকুরবাড়িতে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে! কৃষ্ণনগরে কলেজছাত্রীকে গুলি করে খুন, কোথা থেকে আসছে এত বেআইনি অস্ত্র?
পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ সাহা, আদালতে জানাল ইডি। দুটি মোবাইলও ছুড়ে ফেলে দিয়েছিলেন, আদালতে দাবি ইডির। 'আমরা যাই জিজ্ঞাসা করেছি, সদুত্তর দিতে পারেনি, নথিও দেখাতে পারেননি।' ৬ দিনের ইডি হেফাজতে জীবনকৃষ্ণ সাহা, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের