ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৫) পর্ব ১: মুকুলের বিধায়কপদ খারিজ।এবার বাকি দলবদলুদের পালা:শুভেন্দু
Ghanta Khanek Sange Suman: ঐতিহাসিক রায়, মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনেই বেনজির পদক্ষেপ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 'সংবিধানের জয়, এবার বাকি দলবদলুদের পালা,' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর দলবদলের সময় সংবিধান কোথায় ছিল?' পাল্টা তৃণমূল। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের ৬ প্রান্তে সিরিয়াল ব্লাস্টের ছক ছিল জঙ্গিদের। বিস্ফোরণ ঘটাতে তৈরি হচ্ছিল বহু গাড়ি, বিস্ফোরক তথ্য দিল্লি বিস্ফোরণের তদন্তে। বাবরি ধ্বংসের বদলা নিয়ে জঙ্গিরা বেছে নিয়েছিল ৬ ডিসেম্বর, দাবি সংবাদসংস্থার। পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকিয়েছে আল-কায়দা! রাজ্যজুড়ে NIA-র তল্লাশি। পুর-দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে সুজিত বসুর পরিবার, স্ত্রী-পুত্র-কন্যাকে আগামী সপ্তাহে তলব।.
.
ঐতিহাসিক রায়, মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ। 'সংবিধানের জয়, এবার বাকি দলবদলুদের পালা,' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর দলবদলের সময় সংবিধান কোথায় ছিল?' পাল্টা তৃণমূল।