ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.০৩.২৫ পর্ব ১: ১৮০ আসন জয়ের টার্গেট শুভেন্দুর । লন্ডন যাওয়ার আগে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: এবার ২৬-এর ভোটে ১৮০ আসন জয়ের টার্গেট শুভেন্দুর । স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালুক', কটাক্ষ তৃণমূলের বারুইপুরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, রাজ্যজুড়ে বিক্ষোভ । বাংলায় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র কুচক্রীদের', লন্ডন যাওয়ার আগে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী । এবার দার্জিলিঙে বদলি আর জি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী । কামব্যাকের পর কোয়ারেন্টিনে সুনীতারা, থাকতে হবে ৪৫ দিন । হাঁটা-চলা থেকে শোয়া-বসা-খাওয়া শরীর ভুলেছে পৃথিবীর পুরনো অভ্যেস । ৯ মাস মহাকাশে কাটানো সুনীতাদের ছন্দে ফেরানোর চেষ্টায় চিকিৎসকরা ।
তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্ব-কর্তৃত্ব কি আরও জোরালো হল, আরও প্রতিষ্ঠিত হল, এই প্রশ্ন ঘিরে নতুন গুঞ্জন। ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন ২৯ মার্চ। তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।