ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১০.২০২৪) পর্ব ২: ক্রমশ পিছনে সরছে ন্যায়বিচারের দাবি? কী বললেন তিলোত্তমার মা-বাবা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: বিচার চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তিলোত্তমার মা-বাবার । প্রথম ঘোষণা এবিপি আনন্দর স্টুডিওতেই । টেলিভিশন স্টুডিওয় তিলোত্তমার মা-বাবা । নৃশংস হত্যাকাণ্ডের আড়াই মাস পর কী চাইছে পরিবার? ক্রমশ পিছনে সরছে ন্যায়বিচারের দাবি? কী মত CBI-এর ভূমিকায়?
'আমাদের আর কিছু হারানোর নেই। সব হারিয়ে ফেলেছি। আমাদের আর কোনও ভয়ও নেই। আমরা যেখানে যেতে হয় সেখানেই..শুধু যাতে বিচারটা পাই', বললেন নির্যাতিতার মা।
'সিবিআইয়ের ওপর ১০০ শতাংশ ভরসা আছে। সুপ্রিম কোর্ট যেভাবে মনিটর করছে, তাতে আশা আছে বিচার পাব। সময় দিচ্ছি। কারণ এভিডেন্স কিছুটা লস হয়েছে। ভরসা রাখছি সিবিআইয়ের ওপরে। সলিসিটার জেনারেল বলেছেন, সিবিআই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এটা ঠিক?' বললেন নির্যাতিতার বাবা।