ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৫)পর্ব ১: বাংলায় শুরু SIR, IAS ও WBCSসহ ৫০০-র বেশি অফিসার বদলি
Ghanta Khanek Sange Suman : কাল থেকেই বাংলায় শুরু SIR, ঘোষণা নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে SIR। SIR শেষে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। SIR-আবহে রাজ্যে IAS ও WBCS-সহ ৫০০-রও বেশি অফিসার বদলি। ১০০দিনের কাজের টাকা বন্ধ নিয়ে আদালতে ধাক্কা কেন্দ্রের। 'টাকা দিতে হবে কেন্দ্রকে', হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। আর জি করকাণ্ডের পর আদৌ পূরণ হয়েছে সরকারের প্রতিশ্রুতি? কেন বারবার বেআব্রু হাসপাতালের নিরাপত্তা? এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট।
বেজে গেল ভোটের দামামা। আজ থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ। নাম দেখতে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ম্যাচিং লিঙ্কে। ৪ নভেম্বর-৪ ডিসেম্বর: বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম।৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর-৮ জানুয়ারি: জানানো যাবে অভিযোগ । ৯ ডিসেম্বর-৩১ জানুয়ারি: অভিযোগের ভিত্তিতে শুনানি।৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ জানুয়ারির মধ্যে বাংলা-সহ ১২ রাজ্যে SIR শেষ। বাংলা, উত্তরপ্রদেশ, গুজরাত-সহ ১২টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলে SIR।কাল থেকেই বাংলা, উত্তরপ্রদেশ-সহ ১২টি রাজ্যে শুরু SIR।