ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১.১২.২৫) পর্ব ১: CEO দফতরে দিনভর তুলকালাম। CBI তদন্তের দাবি শুভেন্দুর
Ghanta Khanek Sange Suamn: ধস্তাধস্তি, স্লোগান, ব্যারিকেড ভাঙার চেষ্টা, CEO অফিসের বাইরে দিনভর তুলকালাম । '৩ দিনে সোয়া ১ কোটি ভুয়ো নাম ঢুকেছে তালিকায়,' CBI তদন্ত দাবি শুভেন্দুর।'কমিশনকে বলা হয়েছিল, ১ কোটি ভোট কেটে দাও,' সুর চড়ালেন অভিষেক। 'ডেথ সার্টিফিকেট জমা দেবেন না BLO-কে'। মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চক্রান্তের অভিযোগে কমিশনে অডিও টেপ জমা দিল CPM। SIR নিয়ে উত্তাল সংসদও, দফায়-দফায় মুলতুবি দুই কক্ষের অধিবেশন। 'নাটক করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়,' কটাক্ষ প্রধানমন্ত্রীর। '৪০ জনের মৃত্যু নাটক মনে হচ্ছে?' পাল্টা অভিষেক। '৩৫১২ নয়, ৭২৯৩ দাগির নাম প্রকাশ করতে হবে,' SSC-কে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
বিরোধী দলনেতাকে লক্ষ্য় করে চোর স্লোগান দিলেন তৃণমূলপন্থী BLO-রা, দেখানো হল কালো পতাকাও। পাল্টা কমিশন অফিস থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য় করে চোর স্লোগান তুললেন শুভেন্দু
অধিকারী। আর এর মধ্য়েই পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হল তৃণমূলপন্থী BLO-দের।)
CEO দফতরের সামনে ধুন্ধুমারকাণ্ড! শুভেন্দু অধিকারীকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান দিতে শুরু করলেন
তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। পাল্টা CEO দফতর থেকে বেরনোর সময় বিক্ষোভকারীদের চোর চোর বললেন বিরোধী দলনেতা। তাঁর কনভয় লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা। এর মধ্য়েই পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হল তৃণমূলপন্থী BLO-দের। অন্যদিকে দিল্লিতে শীতকালীন অধিবেশনের শুরুর দিনই বিরোধীদের খোঁচা দিলেন নরেন্দ্র মোদি। বললেন, 'ড্রামা করার অনেক জায়গা আছে, যাঁরা করতে চান করতে পারেন।' পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও। তারা SIR নিয়ে আলোচনার দাবিতে অনড় থাকায়, এদিন গোটা দিনের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা।