ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.১২.২৫)পর্ব ২: তালিকা যাচাইয়ে ৭ দিনে ৭ দফা দাওয়াই, তাতেও সফল হবে কমিশনের স্পেশাল টিম? মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ
Ghanta Khanek Sange Suman: কোথাও ফিরছে পূরণ করা সব ফর্ম! কোথাও মৃতকে রাখার মরিয়া চেষ্টার অভিযোগ । CPM-এর পর শুভেন্দুর অডিও টেপে বড়সড় প্রশ্নের মুখে SIR প্রক্রিয়া । ২২০৮ বুথে ১০০% ফর্ম জমার ম্যাজিকের ম্যাজিশিয়ান কে? তোলপাড় রাজ্য । তালিকা যাচাইয়ে ৭ দিনে ৭ দফা দাওয়াই, তাতেও সফল হবে কমিশনের স্পেশাল টিম? বাংলাদেশ ফিরতে বাংলার সীমান্তে ভিড় ভিনরাজ্যে থাকা অনুপ্রবেশকারীরাও! বাংলাদেশ থেকে নিউটাউন, আধার কার্ড বানিয়ে হাওড়ায় কাজ! স্বরূপনগর সীমান্তে খোঁজ মিলল আরেক বাংলাদেশির।
অনুপ্রবেশকারীদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে?' রোহিঙ্গাদের নিয়ে এমনই কড়া পর্যবেক্ষণ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।)
দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তরজার মাঝেই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব? দিল্লি পুলিশের হেফাজত থেকে ৫ জন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। মামলাকারীর আইনজীবীর উদ্দেশে কড়া মনোভাব নিয়ে তিনি বললেন, 'আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে'। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলল, জাতীয় সম্পদের ওপর দেশের গরিব মানুষের অধিকার আছে।