Ghanta Khanek Sange Suman (২৬.০৯.২০২৪) পর্ব ২: মেডিক্যাল কলেজ, হাসপাতালে থ্রেট কালচার উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: পুজোর কলকাতায় ধর্মতলা-বউবাজারে ৫ জনের বেশি জমায়েত নয়! নাগরিক প্রতিবাদ রুখতে মরিয়া পুলিশ? লালবাজারের সার্কুলারে বিতর্কের ঝড়। কড়াকড়ির বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা। "দুর্গাপুজোয় মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে গল্প করাও কি নিষিদ্ধ?" প্রশ্ন মামলাকারীর। না ধন্যধান্য, না নজরুল মঞ্চ, সভার জন্য কোনও সরকারি হলই পেলেন না জুনিয়র ডাক্তাররা। "থ্রেট কালচারের একটা অভিযোগ সত্যি হলেও সেটা অত্যন্ত গুরুতর," বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাসায়নিক কেনাতেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি চলেছে সেই আর জি করেই। উঠল মারাত্মক অভিযোগ, বিভাগীয় প্রধানের চিঠি ঘিরে তোলপাড়।
আরও খবর..
অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর চড়া সুরে কথা বলছিলেন কাজল শেখ। অবশেষে তিনি সুর বদল করলেন। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলে উল্লেখ করলেন নানুরের তৃণমূল নেতা।
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।