Ghanta Khanek Sange Suman (১৯.০৬.২০২৪) পর্ব ২: ডেবরায় পুলিশ-হেফাজতে মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে পরিবার
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange suman: বিদ্যুৎ চুরি! সিন্ডিকেট! তোলাবাজি! জবরদখল! বিরোধী নয়, খাস কলকাতার দুই তৃণমূল কাউন্সিলরই বিঁধছেন একে অপরকে! একদিকে পার্টি অফিসের মধ্যে কর্মীদের হাতে মার খাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে বিক্ষোভ দেখিয়ে পার্টি অফিসে তালা বিজেপি কর্মীদের। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী। ডেবরায় পুলিশ-হেফাজতে মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। CBI তদন্ত চেয়ে হাইকোর্টে পরিবার। SP-র রিপোর্ট তলব হাইকোর্টের, থানা-জেলের CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ
ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের (HC On Debra BJP Murder Case)। ডেবরা থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দিতে হবে, নির্দেশ আদালতের। জেলের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ আদালতের।
'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে', সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি। বিজেপি কর্মীকে গ্রেফতারির সময় দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না, দাবি নিহতের পরিবারের আইনজীবী। এসএসকেএমে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফি করারও দাবি নিহতের পরিবারের।পুলিশ হেফাজত নয়, সঞ্জয় বেরাকে জেল হেফাজতে রাখা হয়েছিল, দাবি রাজ্যের। কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পড়ে যান, দাবি রাজ্য সরকারের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে, দাবি রাজ্যের।