ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.০৩.২৫)পর্ব ২: 'অধিনায়ক অভিষেক' পোস্টারে ছয়লাপ কলকাতা । মেজাজ হারালেন দিলীপ

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ভোটঘোষণার একবছর বাকি থাকতেই টার্গেটের লড়াইয়ে শাসক-বিরোধী । শুভেন্দুর লক্ষ্য অন্তত ১৮০, মমতা চান ২১৫+ । আরজি কর-কাণ্ডে প্রতিবাদী ডাক্তারের পর বদলি অভীককে শাস্তি দেওয়া কমিটির চেয়ারম্যান । পানিহাটির পুরপ্রধান পদে অভয়ার শেষকৃত্য-বিতর্কে নাম জড়ানো কাউন্সিলর, 'প্রাইজ পোস্টিং' বলছেন ক্ষুব্ধ মা-বাবা । হাইকোর্টে শুনানির আগে আর জি করকাণ্ডে সক্রিয় CBI, নার্সদের পর তলব গ্রুপ-ডি কর্মীদের । লন্ডনে যাচ্ছেন মমতা, দলের দায়িত্বে অভিষেক-সুব্রত, 'অধিনায়ক অভিষেক' পোস্টারে ছয়লাপ দক্ষিণ কলকাতা । রাস্তা উদ্বোধনে বাধা, '৫০০ টাকা নিয়ে ঘেউঘেউ করছে,' মেজাজ হারিয়ে বললেন দিলীপ।
যাদবপুর, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান... পাটুলি...দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দেখা গেল, 'অধিনায়ক অভিষেক' লেখা পোস্টার। তৃণমূল সমর্থকদের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম, FAM-এর তরফে লাগানো হয়েছে এই পোস্টার। ২৬-এর ভোটের আগে, রণকৌশল ঠিক করতে, ২৩ মার্চ বৈঠকের ডাক দিয়েছে তৃণমূল সমর্থকদের এই সংগঠন। এ প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য়, আমরা যাঁরা এই প্রজন্মের, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যরকমভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। সেই জায়গা থেকে 'অধিনায়ক অভিষেক'। এদিকে, তৃণমূলে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। সুকান্ত মজুমদারের টিপ্পনি, একটা তৃণমূল-কংগ্রেস V, মানে ভাইপো। আরেকটা তৃণমূল-কংগ্রেস P, মানে পিসি। কটাক্ষ করে অধীর চৌধুরী বলছেন, তৃণমূল তুমি কার? মমতা ব্যানার্জির নাকি তুমি খোকাবাবুর?