ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.০৯.২৫)পর্ব ১: SSC দুর্নীতি মামলায় কোর্টে বিস্ফোরক সাক্ষ্য তৃণমূল আমলের প্রথম চেয়ারম্যানের
Ghanta Khanek Sange Suman: 'অবৈধভাবে চাকরি দিতে প্রচণ্ড চাপ দিতেন পার্থ-মুকুল' । SSC দুর্নীতি মামলায় কোর্টে বিস্ফোরক সাক্ষ্য তৃণমূল আমলের প্রথম চেয়ারম্যানের । নিয়োগ দুর্নীতির তদন্তে এবার বীরভূমের কিষাণ মাণ্ডিতে আচমকা রেড ED-র। জেল না বেল? কাল মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ভাগ্য নির্ধারণ । কাকদ্বীপের ঘটনা লজ্জাজনক, সামাজিক প্রতিবাদ হওয়া উচিত' । দলীয় নেতার হাতে শিক্ষকের মার খাওয়ার নিন্দায় সরব তৃণমূল সাংসদ সৌগত রায় । নাক দিয়ে ঢুকে নিমেষে মস্তিষ্কে হানা, বোঝার আগেই মৃত্যু!শুধু কেরল নয়, বাংলাতেও আছে 'ব্রেন-ইটিং' অ্যামিবা । গত ২ বছরে রাজ্যে মৃত ১৪, নদী-পুকুর-পুলে স্নান নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের।
জেল নাকি বেল? কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ-র ভাগ্য নির্ধারণ হবে আজ। তার আগে গতকাল বীরভূমের কিষাণ মাণ্ডিতে হানা দিল ED। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর নামে কত জমি রয়েছে? কীভাবে সেই জমি কেনা হয়েছিল? কত সালে কেনা হয়? কী চাষ হয় জমিতে? সেখান থেকে আয়ের পরিমাণ কত? সূত্রের দাবি, তদন্তের মাধ্যমে ED অফিসাররা এসব জানার চেষ্টা করছেন