GhantaKhanek Sange Suman( ০৬.০২.২০২৫) পর্ব ২: 'আমিষ নিষিদ্ধ হোক দেশজুড়ে,' তৃণমূল সাংসদ শত্রুঘ্নর মন্তব্যের তোলপাড় রাজনীতি

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantaKhanek Sange Suman: : নৈরাজ্যের বাংলাদেশে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর বাড়ি। বুলডোজারে ধূলিসাৎ ইতিহাস, নীরব থেকে মদত ইউনূস প্রশাসনের। সারারাত মৌলবাদীদের লুঠপাট, দেখাই মিলল না সেনা বা পুলিশের। চরমে ভারত-বিদ্বেষ, আরও কাছাকাছি পাকিস্তান, দিল্লিকে হুমকি ছাত্র-উপদেষ্টার। 'আমিষ নিষিদ্ধ হোক দেশজুড়ে,' তৃণমূল সাংসদ শত্রুঘ্নর মন্তব্যের তোলপাড় রাজনীতি। 'আপ রুচি খানা'য় কেন নাক গলাবেন 'বিহারিবাবু?' ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা। 'বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় সাড়ে ৪ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব,' ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দেউচা-পাঁচামিতে শুরু কয়লা উত্তোলনের প্রস্তুতি।
শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ
ধূলিসাৎ বঙ্গবন্ধুর বাড়ি। নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীরও। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার মেহের আফরোজ শাওন। জামালপুরে শিল্পীর বাড়িতে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে এ যেন তালিবানি শাসন বঙগবনধুুর বাড়ির ভাঙার নিন্দা করে আক্রান্ত মহিলা-সহ ২। রাস্তায় ফেলে মারধর, হেনস্থা! নিজের ইতিহাসই মোছার চেষ্টা! ধানমণ্ডিতে ধূলিসাৎ বঙগবনধুর বাড়ি। চট্টগ্রামে ভাঙা হল ম্যুরাল। খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলজোডার। নোয়াখালিতে আওয়ামি নেতার বাড়িতে আগুন। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস ইতিহাস। নীরব রইল ইউনূসের পুলিশ, সেনা। হাসিনার উস্কানিতেই হামলা, আর যেন বিবৃতি না দেন। ভারতের হাইকমিশনার ডেকে প্রতিবাদপত্র ঢাকার। এবার নৈরাজ্যের বাংলাদেশে গ্রেফতার অভিনেত্রী। বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ওপার বাংলার অভিনেত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর । ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী। ইউনূসের বাংলাদেশে রেহাই নেই শিল্পীদেরও। জামালপুরে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহেরের বাড়িতে আগুন মৌলবাদীদের।