Ramnavami News: রামনবমী নিয়ে চড়ছে পারদ। বিজেপির হোর্ডিং-পোস্টারের পাল্টা এবার মিছিলের ডাক তৃণমূলের |ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিন হাজার শোভাযাত্রা বের করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলও পথে নামার প্রস্তুতি নিচ্ছে। দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক রামনবমীতে শোভাযাত্রা বের করার ডাক দিয়েছেন। তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভাও রাম নবমীতে দিনভর পুজোর আয়োজন করেছে। বেনারস থেকে পুরোহিত এনে কাঁসাই নদীতে সন্ধ্যারতিও করা হবে।
আরও খবর...
ইদের দিন ববি হাকিমের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে--- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, তৃণমূলের অন্দরে কি তাহলে নতুন সমীকরণ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্কের শৈত্য় নিয়েও নানা মহলে গুঞ্জন শোনা যায়। বিভিন্ন ইস্য়ুতে দু'জনের পরস্পরবিরোধী মন্তব্য় সেই গুঞ্জন আরও জোরাল করেছে। ২০২১ সালে বিধানসভা ভোটের পর এক ব্য়ক্তি এক পদের পক্ষে সওয়াল করতে শুরু করে তৃণমূলের একাংশ। এনিয়ে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই, খুড়তুতো বোন। এক ব্য়ক্তি এক পদের দাবিতে সোশাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ফিরহাদ হাকিম। অন্য়দিকে, তারপরও এক ব্য়ক্তি এক পদের দাবির পাশে দাঁড়ান খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে যখন তৃণমূল দ্বিধাবিভক্ত, তখনও দুই সুর শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিমের মুখে। ২০২৪ সালে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের দফতর থেকে ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে একেবারে থানায় অভিযোগ দায়ের করে বলা হয়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করছিলেন। এই আবহে ববি হাকিমে বাড়িতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।