ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৬.২৫) পর্ব ২:মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব খারিজ পুলিশেরই চার্জশিটে। RG কর কাণ্ডে কোর্টে চতুর্থ স্টেটাস রিপোর্ট CBI-এর
Ghanta Khanek Sange Suman: সিঁদুর-সংঘাতের আঁচে এবার উত্তাল বিধানসভা। 'সেনার শৌর্য-প্রস্তাবে কেন নেই অপারেশন সিঁদুরের নামের উল্লেখ?' প্রশ্ন বিজেপির। 'আপনি দেশের লজ্জা, আপনি মিথ্যে কথা বলেন, অসভ্যতা করেন,' বিরোধী দলনেতাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'আপনি পাকিস্তানের হয়ে কথা বলছেন,' মুখ্যমন্ত্রীকে বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব খারিজ পুলিশেরই চার্জশিটে। সামশেরগঞ্জ-হত্যাকাণ্ডে পুলিশের চার্জশিটে ১৩ অভিযুক্তই সামশেরগঞ্জের বাসিন্দা। 'এই অভিযোগে তদন্তের প্রয়োজন নেই,' DSO-SFI নেত্রীর নির্যাতন মামলায় হাইকোর্টে বললেন AG। এদিকে অভিযুক্ত মহিলা থানার OC ও SI-কে সরাল পুলিশ। আর জি কর-কাণ্ডে কোর্টে চতুর্থ স্টেটাস রিপোর্ট CBI-এর, তদন্তে ক্ষুব্ধ পরিবার।
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে পুলিশেরই চার্জশিটে খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব! মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, "বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে, কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব।" কিনতু, সূত্রের খবর, সামশেরগঞ্জ-হত্যাকাণ্ডে পুলিশের চার্জশিটে যে তেরোজন অভিযুক্তের নাম আছে, তাদের প্রত্য়েকের বাড়ি সামশেরগঞ্জের থানা এলাকায়। মুর্শিদাবাদের দাঙ্গায় বাবা-ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনও হয়েছিলেন সামশেরগঞ্জ থানা এলাকাতেই। অর্থাৎ পুলিশই বলছে, প্রত্য়েকে স্থানীয় বাসিন্দা। কেউ বাইরের নন। যা মুখ্য়মন্ত্রীর বহিরাগত-তত্ত্বের একেবারে উল্টো।