ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৪) পর্ব ২: বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। RG কর-কাণ্ডে ফের ধর্মতলায় ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে চিকিৎসক সংগঠন
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ২ থেকে ৫ লক্ষ টাকায় হাতেগরম ভারতীয় পাসপোর্ট! ইতিমধ্যেই ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে পাসপোর্ট! কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, বিরাট পাসপোর্ট-জালিয়াতি চক্রের পর্দাফাঁস। ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও কেন ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে? বাংলাদেশে জেলপালানো জঙ্গিদের হাতে পৌঁছে যাচ্ছে নাতো ভারতীয় পাসপোর্ট? আশঙ্কায় গোয়েন্দারা। ভোলা থেকে নেত্রকোণা, বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। আর জি কর-কাণ্ডে ফের ধর্মতলায় ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে চিকিৎসক সংগঠন। বারাসাতে SFI-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম।
অনুমতি দেয়নি পুলিশ। আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল, জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। আগামীকাল মামলার শুনানি। অন্য়দিকে, আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে, SFI-এর দ্বিতীয় দিনের জাস্টিস মার্চে, বারাসাতে ধুনধুমার পরিস্থিতি তৈরি হল। SFI-এর মিছিল লক্ষ্য় করে স্লোগান, তাদের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। দফায় দফায় ২পক্ষের মধ্য়ে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্ত ঝরে একাধিক পুলিশ অফিসারের।