Sange Suman পর্ব ১ (২৮.১১.২০২৫) : শান্তনুর ডিটেনশন-হুঁশিয়ারি! বসিরহাটে বাংলাদেশির নতুন কীর্তি ফাঁস
Ghanta Khanek Sange Suman : 'SIR হলেই ধরপাকড় হবে, তারপর সোজা ডিটেনশন' । এবার হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের । উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্পের প্রস্তুতি, লখনউ থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট । বসিরহাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নতুন কীর্তি ফাঁস । প্রতিবেশীকে বাবা সাজিয়ে জাল নথি, এমনকী অ্যাকাউন্টে ঢুকেছিল আবাস যোজনার টাকাও! । মুর্শিদাবাদে BLO-র মৃত্যু, মালদায় BLO-কে হুমকি দিয়েও অধরা অভিযুক্ত । বালিতে তৃণমূল নেতাকে পরপর গুলি, অভিযুক্তও তৃণমূল, নেপথ্যে সিন্ডিকেট?
আরও খবর...
SIR আবহে ডিটেনশন-হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের, কী বলছেন তিনি ?
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিটেনশন! একদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সব জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। অন্য়দিকে, এরাজ্য়ে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে ডিটেনশন-হুঁশিয়ারি! উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে ওদেরকে প্রথমে ডিটেনশন ক্য়াম্পে রাখা হবে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ধরপাকড় হওয়া মানেই ডিটেনশন। ডিটেনশন থেকে ডিটেনশন সেন্টার SIR আবহে এই শব্দগুলো এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে! যা ঘিরে এখন জোর জল্পনা গুঞ্জন! ধোঁয়াশা! প্রশ্ন! সূত্রের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্য়নাথ প্রশাসন সম্প্রতি সমস্ত জেলা প্রশাসনকে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে।উত্তরপ্রদেশ (স্কিল ডেভেলপমেন্ট ও ভোকেশনাল এডুকেশন), মন্ত্রী কপিল দেব আগরওয়াল বলেন, যারা অনুপ্রবেশকারী এখানকার জনবিন্য়াস বদলানোর চেষ্টা করে, এই সমস্ত লোককে মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ চিহ্নিত করে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।