ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৬.২৪-পর্ব:১)'সহকারীকে দিয়ে বেআইনি কাজ করান সোহম', অভিযোগ BJP-র | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Jun 2024 08:58 AM (IST)
Ghanta Khanek Sange Suman: রেস্তোরাঁয় মারধরের পর নতুন বিতর্কে অভিনেতা সোহম। "সহকারীকে দিয়ে বেআইনি কাজ করান সোহম," অডিওপ্রকাশ করে অভিযোগ বিজেপির। প্রথমে সোহমের পাশে দাঁড়িয়েও একঘণ্টায় ডিগবাজি মদনের। "জনপ্রতিনিধি বলে নয়, কারোরই এমন ব্যবহার উচিত নয়," গতকালই সোহমের সমালোচনা দেবের। শপথ নিয়েই তৃণমূল সরকারকে তোপ রাজ্যের দুই মন্ত্রীর। সুজনের থেকে কম ভোট পেয়ে এবার দলেই অন্তর্ঘাতের ইঙ্গিত তন্ময়ের। রানিগঞ্জের পর ডোমজুড়, আবার সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। রাজ্যজুড়ে অপরাধীদের টার্গেট স্বর্ণব্যবসায়ীরা, পিছনে বড়সড় চক্র?