ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৫.২০২৪): 'পরিকল্পনা করে মেয়েদের অসম্মান করেছে বিজেপি,' আক্রমণে মমতা
ABP Ananda
Updated at:
07 May 2024 07:41 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: সন্দেশখালির (Sandeshkhali) ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে দুই মহারথীর সংঘাত। "পরিকল্পনা করে মেয়েদের অসম্মান করেছে বিজেপি," আক্রমণে মমতা। "আগে বলুন শাহজাহান নির্দোষ কিনা," কটাক্ষ অমিত শাহের। তৃতীয় দফার ভোটের কয়েকঘণ্টা আগে বোমা ফেটে খালি মায়ের কোল। পাণ্ডুয়ায় মর্মান্তিক মৃত্যু কিশোরের, হাত-পা উড়ল আরও দুই বালকের। NIA তদন্ত চেয়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। "বিজেপি জিতলে ২৪-এই বিধানসভা ভোট করাব," দাবি শুভেন্দুর। "ক্ষমতা নেই চুলও স্পর্শ করার," চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। ABP Ananda LIVE