ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১২.২৫) পর্ব ২: খসড়া-তালিকায় বাদ ৫৮ লক্ষ নাম। নেই নাম, শ্মশানে কাউন্সিলর!
Ghantakhanek Sange Suman : যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। DGP রাজীব কুমার, বিধাননগরের CP মুকেশ ও ক্রীড়াসচিবকে শোকজ। সাসপেন্ড করা হল DC অনীশ সরকারকে। তৃণমূল বলছে, 'রাজধর্ম পালন,' বিরোধীরা বলছে, 'ড্যামেজ কন্ট্রোল'।অবশেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, বাদ গেল ৫৮ লক্ষ নাম। হিয়ারিংয়ে ডাক পাবেন ৩০লক্ষ নন-ম্যাপড ভোটার। তালিকায় নাম নেই? হিয়ারিং নিয়ে জিজ্ঞাসা? আপনাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের উত্তর। খসড়া তালিকায় 'মৃত' কাউন্সিলর, তালিকা দেখেই ছুটলেন শ্মশানে! ভবানীপুরে BLA-দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সবথেকে বেশি নাম বাদ কোন কোন কেন্দ্রে?
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে যে দুজন মন্ত্রী শিরোনামে এসেছেন, তাঁদের মধ্য়ে অরূপ বিশ্বাস ইতিমধ্য়েই ক্রীড়া দফতর থেকে ইস্তফা দিয়েছেন। বিতর্কে জড়ানো আরেক মন্ত্রী হলেন সুজিত বসু।)
যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে আপাতত ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। এই আবহেই দমকলমন্ত্রী সুজিত বসুকে বরখাস্ত করা ও গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনার অপসারণ চায়, অরূপ-সুজিতের গ্রেফতার চায়। তৃণমূলের দিক থেকে পাল্টা প্রশ্ন তোলা হয়েছে, শনিবার যুবভারতীর মাঠে সপরিবারে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। শুভেন্দু অধিকারী কি তাঁর
পদত্যাগের দাবি তুলেছেন?