ঘণ্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ১, ১৭.৩.২৫):ফুরফুরা শরিফে মমতা, 'ভোটের চাপে মনে পড়েছে?' কটাক্ষ শুভেন্দুর

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: বিধানসভায় বেনজির সংঘাত। ভিতরে মুখ্য়মন্ত্রী। বাইরে বিরোধী দলনেতা। আর দু'জনেরই বক্তব্য়ের সিংহভাগ জুড়ে রইল যা, তা হল--- ধর্ম এবং হিনদু, মুসলমান। কখনও মুখ্য়মন্ত্রী বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়ে বললেন, আপনারা ধর্ম বিক্রি করে দেশ ভাগ করেন। পাল্টা বিরোধী দলনেতা জবাবে বললেন, হিন্দুরা এক হবে, আপনাকে হারাবো। সম্প্রতি রাজ্য়ের কয়েকটি জায়গায় পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে তা নিয়েও পরস্পরকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী। ছবি দেখিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, সব কলেজে পুজো হয়েছে। সব ক্লাবে পুজো হয়েছে। সব পাড়ায় পুজো হয়েছে। পাল্টা বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, হরিণঘাটায় প্রধান শিক্ষককে তৃণমূলের বুথ সভাপতি কেন সরস্বতী পুজো করা যাবে না বলে হুমকি দিলেন? কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, ফুরফুরা শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দিলেন তিনি। কথা বললেন পীরজাদাদের সঙ্গে। ABP Ananda Live