ঘণ্টাখানেক সঙ্গে সুমন(পর্ব-১, ১১.৪.২৫): কসবাকাণ্ডের তদন্তকারী অফিসারকে বদল, নেপথ্যে প্রবল সমালোচনা?
ABP Ananda | 12 Apr 2025 07:51 AM (IST)
Ghantakhanek Sange Suman: চাকরিহারা শিক্ষককে লাথি মেরেছিলেন, কসবা থানার সাব ইন্সপেক্টর, রিটন দাস। সেই তাঁকেই দায়িত্ব দেওয়া হল কসবাকাণ্ডের তদন্তের! যদিও, তীব্র সমালোচনার মুখে, তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে অন্য়জনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ কমিশনারের অবশ্য় দাবি, ডিউটি অফিসার থাকার কারণে, স্বাভাবিক নিয়মেই প্রথমে তদন্তভার ছিল ওই SI-এর ওপর। পরে তা পরিবর্তন করা হয়। মহানগরে মহামিছিলের পরে এবার SSC ভবন অভিযান করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সকুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দিলেন। যে OMR নিয়ে এত বিতর্ক, এদিন চাকরিহারাদের অনেকেই নিয়েই OMR নিয়েও হাজির হন মিছিলে। অন্যদিকে, চাকরিহারাদের এই মিছিলে আজ সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অভয়া মঞ্চের প্রতিনিধিরা। অন্যদিকে কমিশনের অফিসের ঠিক পাশেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ।