ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (১৫.০৪.২৪): OMR-দুর্নীতির তদন্তে উদ্ধার ৩৬টি হার্ড ডিস্ক, মোছা হয়েছে প্রচুর ডেটা, সন্দেহ CBI-এর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাথমিক নিয়োগে OMR-দুর্নীতির তদন্তে উদ্ধার ৩৬টি হার্ড ডিস্ক। মোছা হয়েছে প্রচুর ডেটা, সন্দেহ CBI-এর সাইবার বিশেষজ্ঞদের।
প্রাথমিক নিয়োগ মামলায় OMR-দুর্নীতির শিকড় খুঁজতে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে চারদিনের তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩৬টি হার্ড ডিস্ক, খবর CBI সূত্রে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এ ছাড়াও তল্লাশিতে মিলেছে ২টি সার্ভার, যার মধ্যে আছে বেশ কয়েকটি হার্ড ডিস্ক। এই সমস্ত হার্ড ডিস্ক থেকে প্রচুর ডেটা মুছে ফেলা হয়েছে বলে অনুমান সাইবার বিশেষজ্ঞদের। মুছে ফেলা তথ্যেই কি লুকিয়ে রয়েছে OMR-রহস্য়? সূত্রের খবর, ডিলিটেড ডেটা পুনরুদ্ধারের জন্য দিল্লি-হায়দরাবাদের ফরেন্সিক বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে CBI। দেখুন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২