ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (০৯.০৮.২৪): আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: আরজি কর হাসপাতালে নাইট ডিউটিতে থাকা মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু! 'অবিন্যস্ত পোশাক, অত্যাচার করে খুন', অভিযোগ মৃত চিকিৎসকের বাবার । আর তার জেরে খোদ কলকাতার খ্য়াতনামা মেডিক্যাল কলেজে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যে চেষ্ট মেডিসিন বিভাগে মহিলা চিকিৎসক বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন, সেখানে গত তিন বছর ধরে কোনও নিরাপত্তারক্ষী নেই বলে অভিযোগ। এখানেই শেষ নয়, হাসপাতাল সূত্রে খবর, মাস তিনেক আগে ভোররাতে যে ঘরে কর্তব্যরত মহিলা চিকিৎসকরা বিশ্রাম নিচ্ছিলেন, সেই অনকল রুমে ঢুকে পড়েন কয়েকজন মত্ত যুবক। অভিযোগ, সেই ঘটনার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। 'শাস্তি পাবে দোষীরা', মহিলা চিকিৎসকের পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর । কর্মবিরতিতে ডাক্তারি পড়ুয়ারা, ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল। ABP Ananda Live