RG Kar Case: আমরা যেনও ছেলে-মেয়েদের ঘাড়ে বন্দুকটা রেখে মনে না করি, যুদ্ধটা শেষ হল : চিকিৎসক কুণাল সরকার

Continues below advertisement

RG Kar Case: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদ, ডাক্তারদের দাবিতেই মান্যতা। চিকিৎসক কুণাল সরকার বলেন, জুনিয়র ডাক্তাররা যে বুদ্ধি এবং বিবেচনার সাক্ষর রেখেছেন তাঁদের এই ৩৮ -৩৯ দিনের একটা লড়াইয়ের মধ্য দিয়ে,  আমার মনে হয় সেটা তো শুধু সমকালীন সময়ের জন্য নয়, আমাদের সামগ্রিক ইতিহাসের মধ্য়ে দিয়ে এই কথাটা মানুষ বহুবছর মনে রাখবে। তবে আমার যেটা মনে হয়, আমরা যেনও শুধু এই কতগুলি অল্পবয়সী ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুকটা রেখে মনে না করি, সমস্ত রকম সমস্যার সমাধান হল বা যুদ্ধটা শেষ হল।' ABP Ananda LIVE

 

আরও পড়ুন, ম্যারাথন বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবিই মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য অধিকর্তাকে। আর এরপরই ধর্নামঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এটা বলি বৈঠকটা সদর্থক হয়েছে বলে আমি মনে করি। ওরা নিশ্চয়ই মনে করে, তা নাহলে তারাই বা সই করবে কেন আর আমাদের মুখ্যসচিবই বা সই করবে কেন? আমরা বরং ওদের দাবি একটু বেশিই মেনেছি, তার কারণ ওরা ছোট বলে।' ম্য়ারাথন বৈঠক। শেষ অবধি জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবিই মেনে নিল রাজ্য় সরকার। ধর্নামঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা। মুখ্য়মন্ত্রী আরও বলেন, এর সঙ্গে ওদের ৪টে দাবি ছিল, ৪টে দাবির মধ্যে যেটা ছিল, যে ইমেল ওরা আমাদের করেছে। তিনটে নাম দিয়েছিল দফতর থেকে, একটা DME, একটা DHS, আর একটা স্বাস্থ্যসচিব। আমরা ওদের বোঝালাম যে, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায়, তাহলে প্রশাসনটা চলবে কী করে? সুতরাং আমরা ওঁদের কথা মতো DME এবং DHS-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram