ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৩০৭২১) ৪ মিনিটে বিধানসভায় ভাষণ সারলেন রাজ্যপাল। অপদার্থ এসএসসি, উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় ভর্ত্সনা হাইকোর্টের। প্রকাশ্যে রাজ্যপালের সঙ্গে ছবি, দেবাঞ্জনের দেহরক্ষী গ্রেফতার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার বিধানসভায় চোদ্দ পাতার ভাষণ চার মিনিটে সারেন রাজ্যপাল (Dhankhar)। কিন্তু, তিনি কি পুরো ভাষণ পড়তে পারেননি? না পড়েননি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিধানসভার স্পিকার অবশ্য জানিয়েছেন, রাজ্যপাল (Governor)গোটা বক্তব্য পেশ করেছেন বলেই গণ্য হবে।
অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সলিসিটার জেনারেল ও শুভেন্দু অধিকারীর দাবি, তাঁদের দেখাই হয়নি।
ভুয়ো IAS (Debanjan Deb)-এর পর তাঁর দেহরক্ষী অরবিন্দ বৈদ্যকেও গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি কারবার সম্পর্কে তিনি জানতেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। বৃহস্পতিবারই তৃণমূল একটি ছবি দেখায়, যেখানে জগদীপ ধনকড় এবং অরবিন্দ বৈদ্যকে এক ফ্রেমে দেখা যায়। ধৃতের পরিবার অবশ্য দাবি করেছে, এরকম অনেকের সঙ্গেই তাঁর ছবি আছে।