Dengu News: এবার কলকাতাতেও ডেঙ্গির থাবা। জোড়াবাগানে ডেঙ্গিতে মৃত্যু যুবকের। ABP Ananda live

Kolkata News: এবার কলকাতাতেও ডেঙ্গির থাবা। জোড়াবাগানে ডেঙ্গিতে মৃত্যু যুবকের। গতকাল রাতে জ্বর নিয়ে ভর্তি করা হয় আর জি কর মেডিক্যালে। গভীর রাতে মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ, মৃতের নাম বিট্টু সিংহ, বয়স ৩৬। 

 

'ওরা আমায় বাঁচতে দেবে না'। ফোনে এই কথা বলার কিছুক্ষণের মধ্য়েই কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার ছাত্রীর দেহ। উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ, মৃত ছাত্রীর নাম অঙ্গনা হালদার, বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। 'টিউশন পড়ার জন্য় মায়ের সঙ্গে কালনায় এসেছিল ওই ছাত্রী'। 'ছুটির সময় মাকে ফোন করে মেয়ে'। ওরা আমাকে বাঁচতে দেবে না, বলেই কেটে দেয় ফোন, দাবি মৃতার কাকার। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মেয়েকে, দাবি পরিবারের। 

সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! 'হোমিওপ্যাথই, অ্যলোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন'। 'বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে'। সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার। ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola