GhantaKhanekSangeSuman( ২ ) : আদানি ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ। অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার টাকা কুন্তলের?
ABP Ananda | 04 Feb 2023 01:47 PM (IST)
GKSS: আদানি (Gautam Adani) ইস্যুতে আজও দফায় দফায় উত্তপ্ত সংসদ। কংগ্রেসের (Congress) বৈঠকে ১৬ বিরোধী দল,গতকাল গেলেও আজ গরহাজির তৃণমূল! জেপিসি কিংবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চায় বিরোধীরা। হুহু করে পড়ছে আদানির শেয়ার। অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে উদ্ধার টাকা যুব তৃণমূল নেতা কুন্তলের? জেরার অনুমতি চাইল ED।