Ghanta Khanek Sange Suman পর্ব ১ (১৭.০৮.২৩): খড়গপুর IIT-র ছাত্র মৃত্যুতেও দায়ী ব়্যাগিং?
ABP Ananda
Updated at:
18 Aug 2023 10:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman : যাদবপুরের পর খড়গপুর IIT। দেশের মধ্যে ১১তম স্থান ছিনিয়ে নেওয়া উজ্জ্বল ছাত্রের মৃত্যুর রহস্য উন্মোচন। দ্বিতীয় ময়নাতদন্তে আত্মহত্যার তত্ত্ব খারিজ, খুনই হয়েছেন ছাত্র। যাদবপুরের মতো এক্ষেত্রেও দায়ী র্যাগিং?। যাদবপুরকাণ্ডে রেজিস্ট্রারের দাবি উড়িয়ে দিল UGC। সন্তুষ্ট তো নয়ই, রীতিমতো ক্ষোভ জানিয়ে কড়া চিঠি। 'হস্টেলে নেশার আসর থেকে র্যাগিং, সব জানত কর্তৃপক্ষ', বিস্ফোরক দাবি হস্টেল সুপারের। এতকিছুর পরও সব জায়গায় CCTV নয়! ঢোকা-বেরনোয় শুধু নির্দিষ্ট সময় নিয়ন্ত্রণ। । ABP Ananda Live