ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৯০৮২১)শাহের নির্দেশেই ত্রিপুরায় হামলা। আক্রমণে মমতা। পাল্টা পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগান তুলে পথে বিজেপি। ভ্যাকসিনের খোঁজে রাজপথে মরিয়া দৌড়। দুর্ভোগের সাক্ষী কলকাতা।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2021 02:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্রিপুরায় তৃণমূলের ওপর হামলা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হামলা হয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস নেই।’ পাশাপাশি তাঁর বিস্ফোরক অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্লেনে গেলে পাশের পাঁচটা সিটে গুণ্ডাদের বসিয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে বিজেপির বক্তব্য, পুরোটাই আসলে প্রচারে থাকার চেষ্টা। আজ পাল্টা পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগান দিয়ে জেলায় জেলায় মিছিল করল বিজেপি। পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। এছাড়াও দেখাব কোভিড ভ্যাকসিন-হয়রানির আরেকটা ছবি, যেখানে ভ্যাকসিনের খোঁজে মরিয়া হয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় দৃশ্যত ছুটছেন মানুষ। তবে শুরুতেই আসুন দেখি, আজ ত্রিপুরাকাণ্ডে ঠিক কী অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়?