ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৯.০৯.২০২২) পর্ব ১: রাজ্য ছাড়ার মুখে নাটকীয় কায়দায় গ্রেফতার বাগুইআটিকাণ্ডের মূল অভিযুক্ত
abp ananda
Updated at:
10 Sep 2022 09:11 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের ২ সপ্তাহ পর অবশেষে, পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। বারবার জায়গা বদল, মোবাইল ফোনের একের পর এক SIM বদল, এমনকি নিজের ভোল বদলেও হল না শেষ রক্ষা। বাংলা ছেড়ে পালানোর ঠিক আগের মুহূর্তে, হাওড়া স্টেশন চত্বরে একেবারে নাটকীয়ভাবে। তাঁকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। মোবাইল ট্র্যাক করেই পুলিশের জালে অভিযুক্ত! অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, শেষ কয়েক দিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমেই গা ঢাকা দিয়ে ছিলেন সত্যেন্দ্র। তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য!