ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৮.০৮.২২-পর্ব-১): কীভাবে গরুপাচার?লতিফের গোপন ডেরার খোঁজ।পার্থর নিশানায় কে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2022 09:36 AM (IST)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন: সীমান্ত থেকে সিগনাল এলেই গাড়ি স্টার্ট! উঁচু পাঁচিল ঘেরা আস্তানা! ইলামবাজারে গরু পাচারের কন্ট্রোল রুম! লতিফের গোপন ডেরায় এবিপি আনন্দ। এবার হাইকোর্টের স্ক্যানারে অনুব্রতর মেয়ের চাকরি। সুকন্যা-সহ অনুব্রতর ৬ আত্মীয় ও ঘনিষ্ঠকে আজ হাজিরার নির্দেশ। প্রভাবশালী বাবার দাপটেই সুকন্যা-‘সমৃদ্ধি’? পার্থ-অর্পিতাকে আদালতে পেশ ED-র।