ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.০৬.২১) শুধু পুরসভা নয়, পুলিশের অনুষ্ঠানেও হাজির প্রতারক। পুরসভার নামে ভুয়ো অফিস, নকল হলোগ্রাম। পুরসভার নামে অ্যাকাউন্ট, নবান্নের নামে নিয়োগপত্র। কসবাকাণ্ডে কেঁচো খুঁড়তে কেউটে
মান্না দে গেয়েছিলেন, ‘পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে।’ পাক্কা চার মাস পর, নাম লেখা পাথর হয়তো ভাঙা গেল, কিন্তু বিতর্ক মোছা গেল কি? তালতলায় রবীন্দ্রমূর্তির ফলকে হেভিওয়েটদের নামের পাশে প্রতারকের নাম! বিষয়টিতে পুরসভা দায় এড়ানোর চেষ্টা করলেও, একগুচ্ছ প্রশ্ন থেকেই যায়। কাল-পরশু নয়, মঙ্গলবার রাতে এবিপি আনন্দই প্রথম এই ভ্যাকসিন জালিয়াতির খবর আপনাদের সামনে নিয়ে আসে। গতকাল সন্ধেয় ওই বিতর্কিত ফলকের ছবি আমরা আপনাদের দেখাই। একবারও আমরা বলিনি কোনও বিশেষ অনুষ্ঠান হয়েছে। আমরা প্রশ্ন তুলি, ফলকে এইভাবে অনায়াসে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশে প্রতারকের নাম ব্যবহার নিয়ে। আর এই প্রতারকের কীর্তি যত সামনে আসছে, ততই চোখ কপালে ওঠার জোগাড়। শুধু পুরসভা নয়, পরিচয় ভাঁড়িয়ে এই ব্যক্তি উপস্থিত ছিল পুলিশ থানার অনুষ্ঠানেও! তার ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের বয়ানেও উঠে এসেছে একের পর এক কুকীর্তির কাহিনি। আমরা শুরুতেই দেখব, তালতলার ফলক বিতর্কে কী বক্তব্য পুরসভার।