ঘণ্টাখানেক সঙ্গে সুমন (7.12.21) নাগাল্যান্ডে গুলিকাণ্ডের সমালোচনায় BSF-প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল থেকে এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Dec 2021 02:45 PM (IST)
এখন পুরভোটে, ওই বিনা যুদ্ধে জমি ছেড়ে দেওয়ার প্রসঙ্গ ঘিরেই, রাজ্য বিজেপিতে শোরগোল। সূত্রের খবর, পুরভোট নিয়ে বৈঠকে নেতা-কর্মীদের কার্যত ভর্তসনা করেন এ রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি বলেন, ‘আপনারা তো ভোটের আগেই হেরে বসে আছেন!’ অন্যদিকে দিল্লিতে আজ সাংসদদের বৈঠকে ফের কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আলাদা গোর্খাল্যান্ড চেয়ে জে পি নাড্ডাকে চিঠি দিলেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক। এর পাশাপাশি দেখাব, নাগাল্যান্ডের মন জেলায় চোদ্দ জন গ্রামবাসীর মৃত্যুর পর এখনও থমথমে পরিস্থিতি। সেখান থেকে আমাদের প্রতিনিধি কী ছবি তুলে ধরেছেন, তাও সরাসরি দেখাব আপনাদের। তবে শুরুতেই রাজ্য রাজনীতি। দেখব, কী হল পুরভোট নিয়ে বিজেপির বৈঠকে।