Ghatnakhanek Sange Suman (01.02.2022): মধ্যবিত্তের আশায় জল ঢেলে, এবারও আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল না মোদি সরকার। Bangla News
abp ananda
Updated at:
02 Feb 2022 08:39 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhatnakhanek Sange Suman (01.02.2022): বাজেটে এবারও মধ্যবিত্তদের হাতে পেনসিল। করছাড়ের বদলে আয়করদাতারা পেলেন ধন্যবাদ। মূল্যবৃদ্ধিতে নীরব, পরিকাঠামো-কৃষিতে জোর। তরজা তুঙ্গে। দূরদর্শী বাজেট, দাবি বিজেপির। অন্তঃসারশূন্য, বড় বড় কথা, আক্রমণে মমতা। মধ্যবিত্ত-চাকরিজীবীদের জন্য বিশ্বাসঘাতকতা, বলছে কংগ্রেস।