GKSS পর্ব ১ (২২.০৯.২৩): অভিষেকের মামলায় শাসকের স্বস্তি-অস্বস্তি
ABP Ananda
Updated at:
23 Sep 2023 08:31 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman : অভিষেকের মামলায় শাসকের স্বস্তি-অস্বস্তি । কড়া পদক্ষেপে হাইকোর্টের নিষেধাজ্ঞা, তবে চলবে ED-র তদন্ত । 'কে একটা ভাইপো আছে, তাঁর কোটি টাকার বাড়ি', মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । বিচারপতির পদত্যাগ দাবি করে সরব তৃণমূল । সংসদে বেনজির কুৎসিত ভাষায় বিরোধী সাংসদকে আক্রমণ বিজেপি সাংসদের । রাজ্য়জুড়ে ডেঙ্গিতে মৃত্যুমিছিল, একদিনে মৃত ৪ । 'পুরসভার মনোভাব আসি-যাই মাইনে পাই, কাজ হলে এভাবে মৃত্যু হয় না' । নিজেরই পুরসভার ভূমিকায় তীব্র ক্ষোভ তৃণমূলের পুর চেয়ারম্যানের | ABP Ananda LIVE