ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০২.০৫.২০২৩): 'এবিপি আনন্দে সাক্ষাৎকার দিয়েছি নিজের ইচ্ছায়', সাফ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
ABP Ananda
Updated at:
03 May 2023 11:14 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘণ্টাখানেক সঙ্গে সুমন: কালিয়াগঞ্জ, আসানসোলের পর ময়না, ফের বিজেপি নেতা খুন। প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ, ফের উঠল সিবিআই তদন্তের দাবি। অভিষেকের সফরের মধ্যেই দ্বিতীয়বার বৈঠক এড়ালেন 'বিদ্রোহী' করিম চৌধুরী। 'সরকারি ব্যবস্থাপনায় কেন অভিষেকের সভা?' শুভেনদুর পর প্রশ্ন অধীরের। 'শান্তিপূর্ণ মিছিল সরকার বন্ধ করতে পারে না'। ডিএ মিছিলে অনুমতি দিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। 'এবিপি আনন্দে সাক্ষাৎকার দিয়েছি নিজের ইচ্ছায়'। 'তাই ফাঁদে ফেলার গল্প সমপূর্ণ উদ্ভট, আজগুবি ও মিথ্যা', সাফ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।