Ghantakhanek Sange Suman: (১২.৯.২৩)পর্ব ২: ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদ ED-র
ABP Ananda | 13 Sep 2023 08:20 AM (IST)
দীর্ঘদিন বাদে আবার নারদে নড়েচড়ে বসল CBI। নিজাম প্যালেসে ডাকা হল স্টিং অপারেশনের কুশীলব ম্যাথু স্যামুয়েলকে। এবার কি একে একে ডাকা হতে পারে রাজনীতির হেভিওয়েটদেরও জোটের বৈঠক নয়, কাল ED দফতরেই যেতে পারেন অভিষেক। অভিষেককে নিয়ে এজেন্সির তদন্তে ভরসা নেই খোদ বিরোধী দলনেতারই! আবাস-প্রতারণাকাণ্ডে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে নুসরত জাহান। বিজেপির কোন্দলে পার্টি অফিসেই তালাবন্দি কেন্দ্রীয় মন্ত্রী! উদ্ধার করল পুলিশ।