জেনে নেব, শোষণের বিরুদ্ধে অধিকার নিয়ে কী বলছে ভারতীয় সংবিধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 02:48 PM (IST)
Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার।
সংবিধানের ২৩ ও ২৪ নম্বর অনুচ্ছেদে এর বিশদ উল্লেখ রয়েছে। ২৩ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, মানুষ পাচার শাস্তিযোগ্য অপরাধ।
সংবিধানের ২৩ ও ২৪ নম্বর অনুচ্ছেদে এর বিশদ উল্লেখ রয়েছে। ২৩ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, মানুষ পাচার শাস্তিযোগ্য অপরাধ।