ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.০৫.২৩) পর্ব ১: 'বিশ্বাস'ভঙ্গ করে তৃণমূলে বায়রন বিশ্বাস, 'জনাদেশে পদাঘাত', বলছেন অধীর, 'মেরুদণ্ডহীন', প্রতিক্রিয়া বিকাশের
ABP Ananda | 30 May 2023 07:58 AM (IST)
জেতার তিনমাসের মধ্যেই ডিগবাজি বায়রনের। সাগরদিঘির 'বিশ্বাস'ভঙ্গ করে কংগ্রেসের একমাত্র বিধায়ক তৃণমূলে।'জেতার পর থেকেই যোগাযোগ ছিল', বললেন অভিষেক। 'জনাদেশে পদাঘাত', বলছেন অধীর, 'মেরুদণ্ডহীন', প্রতিক্রিয়া বিকাশের। কনভয়-হামলায় বিজেপিকে দুষেও গ্রেফতার একের পর এক কুড়মি নেতা। জেলায় জেলায় ছড়াচ্ছে কুড়মি-বিক্ষোভের আঁচ। রাজ্য পুলিশে আস্থা নেই, CBI চাইলেন কুড়মি নেতারা।