Hoy Ma Noy Bouma: 'জগদ্ধাত্রী'র মেকআপরুমে হাজির এবিপি আনন্দ, চলল দেদার আড্ডা
ABP Ananda | 12 Jan 2023 04:05 PM (IST)
সাজঘর মানে কি শুধুই সাজিব যতনে? এক্কেবারেই নয়। যে কোনও সিরিয়ালের সাজঘর, মানে মেকআপরুমে ঢুকে দেখুন। মনে হবে, এর চেয়ে ভাল আড্ডা মারার জায়গা আর হতেই পারে না। ধারাবাহিক জগদ্ধাত্রীর মেকআপরুমও ব্যতিক্রম নয়। চলুন, আজ দেখা যাক কারা কারা আড্ডা জমালেন সেখানে।