Hoy Ma Noy Bouma: প্রমোশনাল ইভেন্টে যোগ দিতে গিয়ে দেদার শপিং, গুজরাতি স্বাদে রসনাবিলাস সানার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিচালক-টেকনিসিয়ান দ্বন্দ্বে মেলেনি সমাধান সূত্র। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজও বন্ধ লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও আরও একাধিক সমস্যার কথা তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের। ফেডারেশনের কর্মপদ্ধতি একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তাঁরা। সমস্ত সমস্যার স্থায়ী সমাধান না হলে ফ্লোরে যাবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন টালিগঞ্জের পরিচালকরা। তার জেরে সিনেমা, সিরিয়াল, OTT-র সব শ্যুটিং বন্ধ। থমকে গিয়েছে মহালয়ার শ্যুটিংও। টেকনিসিয়ান্স, এনটি ওয়ান, ইন্দ্রপুরীর মতো স্টুডিয়োর ফ্লোরে ঝুলছে তালা। কবে ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া? উত্তর অজানা।
হিন্দি সিরিয়ালের অভিনেত্রী সানা আমিন শেখ মুম্বই থেকে উড়ে গেলেন আমেদাবাদে। না, শ্যুটিংয়ের জন্য নয়। প্রমোশনাল ইভেন্টে যোগ দিতে গিয়েই দেদার শপিং তো করলেনই, মজলেন গুজরাতি স্বাদে রসনাবিলাসেও। তাঁর সঙ্গে রইলেন কারা? দেখুন।