Hoy Ma Noy Bouma : নভেম্বরের এগারো, ‘জি ফাইভ’-এ আসছে থ্রিলিং ওয়েব সিরিজ ‘মুখবির’
ABP Ananda
Updated at:
05 Nov 2022 04:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নভেম্বরের এগারো, রহস্য হবে গাঢ়। আবার একটা থ্রিলিং ওয়েব সিরিজ। ‘জি ফাইভ’-এ আসছে ‘মুখবির’। সেই সিরিজের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, প্রকাশ রাজ এবং বরখা বিস্ত। মজার মজার প্রশ্ন লেখা চিরকুট তুলে কী জবাব দিলেন তাঁরা? চলুন, দেখেই নেওয় যাক।
সিরিয়ালের নাম ‘আমাদের এই পথ যদি না শেষ হয়।’ সিরিয়ালের অন্যতম চরিত্র সুমন, মানে অর্কজ্যোতি নিজেও চান, তাঁর এই পথ যদি না শেষ হয়। তাই তো শ্যুটিংয়ের পরে যেদিনই অবসর পান, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন পথে। তারপর চাকা গড়ায় দূর-দূরান্তে।