হয় মা নয় বৌমা: শীতকালের কোন কোন জিনিস প্রিয় ধারাবাহিক 'আলো ছায়া'-র ছায়া, বিএম, আম্রপালির?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 03:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছায়া, বিএম, আম্রপালির আড্ডা দিল শীতের আমেজমাখা দুপুরে। ধারাবাহিক 'আলো ছায়া'-র শ্যুটিং-র অবসরে তাঁরা শোনাল, শীতকালের কোন কোন জিনিসগুলি তাঁদের বড্ড প্রিয়। তারই সঙ্গে আড্ডায় উঠে এল শীতের রসনা বিলাসের প্রসঙ্গ। তাঁরা মায়া রাজ্যের অধিবাসী, ধারাবাহিক 'ক্ষীরের পুতুল'-র তামসী ও মায়াবতী মা। শ্যুটিং-র অবসরে মেকআপ রুমে হয় মা নয় বৌমার মুখোমুখি হলেন তাঁরা। মেক আপ করে এমন দুটি চরিত্রে অভিনয়ের কথা শোনালেন দুজন।